২৭ এপ্রিল, ২০২৪

Bail: জামিন চেয়ে হাইকোর্টে প্রাক্তন এসএসসি কর্তা সুবীরেশ!'ছাড়া পেলেই প্রমাণ নষ্ট', পাল্টা সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-15 13:20:33   Share:   

এসএসসি দুর্নীতি-কাণ্ডে (SSC Case) সিবিআইয়ের হাতে ধৃত সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আবেদন (Bail Plea)। এসএসসি দুর্নীতি-কাণ্ডে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামি ২১ ডিসেম্বরের মধ্যে তলব হাইকোর্টের। এদিন জামিন মামলার শুনানিতে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী সওয়ালে বলেন, '৮৮ দিন হয়ে গিয়েছে আমার মক্কেল জেলে। এখন তদন্তও শেষ। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদ পর্বে আমার মক্কেল, তাঁর অবগতির মধ্যে থাকা সব প্রশ্নের জবাব দিয়েছেন। অর্থাৎ তদন্তে সাহায্য করছেন সুবীরেশ ভট্টাচার্য।'

এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের তরফে তাঁর আইনজীবীর দাবি, 'শারীরিকভাবে অসুস্থ তাঁর মক্কেল এবং দীর্ঘদিন জেলে থাকায় তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষয় হচ্ছে। তাই সুবীরেশ ভট্টাচার্য আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করছেন। যেহেতু চার্জশিট দাখিল হয়েছে আর তদন্তের প্রয়োজন নেই। আর তদন্তের প্রয়োজন হলেও, জামিনের পর কোনও অসুবিধার হওয়ার কথা নয়। তাই আমার মক্কেলের জামিনের আবেদন মঞ্জুর করুক মহামান্য আদালত।'

তবে সুবীরেশ ভট্টাচার্যের এই জামিনের আবেদনের বিরোধিতায় সিবিআই। কেন্দ্রীয় সংস্থা জানায়, 'কোনওভাবেই সুবীরেশ ভট্টাচার্যকে জামিন দেওয়া যাবে না। কারণ এই মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। তাঁর কাছে এমন কিছু তথ্য রয়েছে, সেই তথ্য সূত্র ধরে এসএসসি দুর্নীতি-কাণ্ডের মূল কাঠামোর কাছে পৌঁছে যাওয়া সম্ভব।'  সিবিআইয়ের যুক্তি, 'এই মুহূর্তে সুবীরেশ ভট্টাচার্যকে জামিন দিলে প্রমাণ লোপাটের সম্ভাবনা আছে।' এরপরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২০ ডিসেম্বর অবধি এসএসসি দুর্নীতি-কাণ্ডের তদন্তের অগ্রগতি কী, ২১ ডিসেম্বর রিপোর্ট দাখিল করে জানাবে সিবিআই। এরপরেই সুবীরেশ ভট্টাচার্যর জামিন ভাগ্য স্থির হবে আদালতে, এমনটাই সূত্রের খবর।


Follow us on :