১৪ মে, ২০২৪

Death:ডিউটি সেরে বাড়ির পথে লরির ধাক্কা, পুলিস কনস্টেবল মৃত ঠাকুরপুকুরে
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-08 14:16:57   Share:   

ফের সাত সকালে পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Death)। এবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিস কনস্টেবল (Police constable)। মৃত পুলিসকর্মীর নাম শিশির মণ্ডল। তিনি ঠাকুরপুকুর থানায় কর্মরত ছিলেন। বালির লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শনিবার সকালবেলা কনস্টেবল শিশির মণ্ডল বেহালা চৌরাস্তা থেকে ডিউটি করে ঠাকুরপুকুর থানায় ফিরছিললেন। সে সময় ঠাকুরপুকুর থানার সামনে আচমকা একটি বালির লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তখন শিশির বাইকে ছিলেন। এর ফলে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। তখন বালির লরির চাকা কনস্টেবলের গায়ে উঠে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক লরিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। যদিও চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, একের পর এক শহরের বুকে দুর্ঘটনা ঘটে চলেছে। প্রত্যকদিনই কোথাও না কোথাও পথদুর্ঘটনা, মৃত্যু, এসব খবরে আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান নিত্যযাত্রীরা।


Follow us on :