১৮ জুন, ২০২৪

Hospital: ৮০ কিমি পথ হ্যান্ড সাইকেল চালিয়ে অসুস্থ বুদ্ধ বাবুকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে রবি
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-01 16:30:07   Share:   

‘বুদ্ধবাবু যদি ভাল না হয়, এই পশ্চিম বাংলাও ভাল হবে না’ , মুখে আওড়াচ্ছেন এই কথা, গায়ে লাল জামা, মাথায় লাল টুপি,  তাঁর জীবনের প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য। কথা হচ্ছে উত্তর ২৪ পরগণার হালিশহরের বাসিন্দা রবি দাসের। কিন্তু তিনি হঠাৎ শিরোনামে কেন? বিশেষ ক্ষমতা সম্পন্ন লাল ঝাণ্ডার একনিষ্ঠ কর্মী ৮০ কিলোমিটার পথ হ্যান্ড সাইকেল চালিয়ে এসে পৌঁছলেন উডল্যান্ড হাসপাতালে। যখন একে একে তাবড় তাবড় রাজনীতিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘চোখের দেখা’ দেখে যাচ্ছেন , তখনই রবি দাস তাঁর হ্যান্ড সাইকেলে লাল ঝান্ডা লাগিয়ে দেখতে এলেন প্রিয় কমরেডকে। বলছেন, বুদ্ধবাবু যতদিন না সুস্থ হয়ে উঠছেন, ততদিন হাসপাতাল চত্বরেই থাকবেন তিনি।

উল্লেখ্য এই একই দিনে আলিপুরের হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সন্ধেতে তাঁকে দেখতে উডল্যান্ড হাসপাতালে গিয়েছিলেন বিজেপির সাংসদ অগ্নিমিত্রা পালও। হাসপাতাল থেকে বেরিয়ে বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এদিন সকালেই সিটি স্ক্যান হয়। দুপুরে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই দাবি করা হয়েছে।


Follow us on :