০৮ মে, ২০২৪

Police: শব্দতাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত পুলিস কর্মীরা, গ্রেফতার ২ অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-14 12:24:13   Share:   

রাজ্যে অন্যায় রুখতে গিয়ে ফের কলকাতায় আক্রান্ত পুলিস। সম্প্রতি আমরা দেখেছি দুর্নীতির তদন্তে নেমে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। এবার এন্টালির ১৫৭ আনন্দপালিত রোডে মধ্যরাতে একটি আবাসনের ছাদে তারস্বরে মাইক বাজিয়ে চলছিল জন্মদিন পালন। শব্দতাণ্ডব সহ্য করতে না পেরে লালাবাজারে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয়  এন্টালি থানার পুলিস আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিস কর্মী। সাউন্ডবক্স বন্ধ করতেই পুলিসের উপর চড়াও হন কয়েকজন মদ্যপ যুবক। বেধড়ক মারধর করা হয় এন্টালি থানার সার্জেন্ট ও এসআই সহ একাধিক পুলিস কর্মীকে। শনিবার মাঝরাতের এই ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিস।

ইতিমধ্যেই এন্টালি থানার আক্রান্ত সার্জেন্ট সায়ন্তন মিত্রের বক্তব্যের ভিত্তিতে দায়ের হয় অভিযোগ। শুরু হয় পুলিসি তদন্ত। গ্রেফতার করা হয় ২ অভিযুক্ত প্রভাত সরকার ও বাপি সরকার। তবে ঘটনার পর থেকেই বেপাত্তা বাকি অভিযুক্তরা। রবিবার ধৃতদের আদলতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া জারি রাখার সিদ্ধান্ত পুলিসের। কখনও কেন্দ্রীয় গোয়েন্দা তো কখনও আবার খোদ পুলিস আক্রান্ত হওয়ার ঘটনায় হতবাক বাংলা তা বলাইও বাহুল্য। এখন একই ঘটনার পুনরাবৃত্তিতে আগামীদিনে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।


Follow us on :