১৭ মে, ২০২৪

Barasat: দেরিতে চোখে ইঞ্জেকশন দেওয়ায় মৃত্য়ু রোগীর, গাফিলতির অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-04 16:37:20   Share:   

চোখের ইঞ্জেকশন দিতে দেরি হওয়ায় মৃত্য়ু হল রোগীর। ঘটনাটি ঘটেছে বারাসতের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে। রোগী মৃত্য়ুর অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত চিকিৎসক হল অসিত কুমার চক্রবর্তী, অনির্বাণ দাস।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩রা মার্চ এই ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা থানা এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের রেহেনা বিবি। বারাসতের একটি বেসরকারি চক্ষু চিকিৎসার হাসপাতালে চোখের চিকিৎসা করাতে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি ইনজেকশন দেওয়ার পরে মৃত্যু হয় তাঁর। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় রাজ্য মেডিকেল কাউন্সিলে। তারপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই চিকিৎসককে শোকজ করে একুশ দিনের মধ্যে জবাব তলব রাজ্য মেডিকেল কাউন্সিলের। একুশ দিনের মধ্যে জবাব না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে। 


Follow us on :