১৫ মে, ২০২৪

Onion Prize: ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর! ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-30 15:36:28   Share:   

আবারও বঙ্গের বাজারে ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের। উর্দ্ধমুখী পেঁয়াজের দামে মাথায় হাত মধ্যবিত্তের। শহরের সব বাজারেই আগে মূলত যে পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা সেই পেঁয়াজ বিকোচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে। কার্যত পেঁয়াজের দ্বিগুণ মূল্যবৃদ্ধিতে ব্যাহত বাজারের স্বাভাবিক ছন্দ। বাধ্য হয়েই পেঁয়াজের চাহিদায় রাশ টানছে ক্রেতামহল। অন্যথায় টান পড়ছে পকেটে। যদুবাবুর বাজারে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের।

বিক্রেতাদের দাবি, মহারাষ্ট্রের অধিক বৃষ্টির জেরে ছেদ পড়ছে পেঁয়াজের আমদানিতে। চাপ পড়ছে বাজারে মজুত পুরনো পেঁয়াজের ওপরেই। অনেকে আবার আগের কম দামে কিনে রাখা মজুত পেঁয়াজ সুযোগ বুঝে বাজারে বিক্রি করছেন বেশি দামে। মূলত পাইকারি বাজার থেকে যে পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কিলো দরে কিনতে হচ্ছে, সেই পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে যদুবাবুর বাজারে। ফলে সামান্যটুকু লাভও থাকছে না বিক্রেতাদের পকেটে। পেঁয়াজের দামে রীতিমতো হিমশিম খাচ্ছে ক্রেতারা। 


Follow us on :