১১ মে, ২০২৪

Mamata: 'এবার কি বাথরুমেও ঢুকবে সিবিআই!' বুধে রাজ্য জুড়ে সিবিআই হানা নিয়ে সরব মমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-07 19:05:55   Share:   

ওড়িশার (Odisha) রেল দুর্ঘটনার (Rail Accident) তদন্ত ধামাচাপা দিতেই কলকাতায় ফের সিবিআই (CBI) হানা। বুধবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কথা মত মৃতদের পরিবার এবং আহতদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নেতাজি ইন্ডোরের সেই অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আসল দুর্ঘটনার তদন্ত হল না। কোনও প্রমাণ নেই। আমি চাই সত্যটা বেরোক। রেলের দুর্ঘটনার তদন্ত না করে সকাল থেকে সিবিআইকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে দিল্লি। ১৪টা থেকে ১৬টা পুরসভায় ঢুকে গেছে, নগরোন্নায়নেও ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি সিবিআই।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এসব করে এত বড় তদন্ত ধামাচাপা দেওয়া যাবে না। আত্মাগুলো কাঁদছে। মনে রাখবেন, তাঁদের শান্তি ফিরিয়ে দিতে হবে। সঠিক ব্যবস্থা হোক।'


Follow us on :