১৪ মে, ২০২৪

OMR: উচ্চমাধ্যমিকেও কি চালু হবে ওএমআর শিট! জল্পনা শিক্ষামহলে
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-09 20:04:37   Share:   

উচ্চমাধ্যমিকেও এবার চালু হবে ওএমআর শিট। বেশ কিছুদিন ধরে এই নিয়ে শিক্ষামহলে জল্পনা ছড়িয়েছে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিকের সেমেস্টার পরীক্ষায় ওএমআর শিট চালু করার প্রস্তাব ইতিমধ্যেই চূড়ান্ত। জানা গিয়েছে, শিক্ষা দফতরের সঙ্গে এই নিয়ে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক সংসদ।

ইতিমধ্যেই জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে ২০২৬ সাল থেকে দুটি সেমেস্টারে পরীক্ষা হবে। বড় পরীক্ষায় ওএমআর ফরম্যাটে পরীক্ষা দিতে পড়ুয়াদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তাই স্কুল স্তর থেকেই অভ্যাস তৈরি হবে। তাই এই পদক্ষেপ। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে শিক্ষামহলের বড় অংশ স্বাগত জানিয়েছেন।

শিক্ষামহলের একাংশ আবার সরকারের এই নয়া সিদ্ধন্ত নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন। নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিটে কারচুপির খবর সামনে এসেছে। তাই এই পদ্ধতিতে সঠিক মূল্যায়ন হবে কিনা, তা নিয়ে উদ্বেগ।


Follow us on :