২৬ এপ্রিল, ২০২৪

KMC Dengue: রাজ্যে ৫০০র বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত, রিপোর্ট স্বাস্থ্য দফতরের
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-22 19:49:49   Share:   

ডেঙ্গি(dengue) বাড়ছে কলকাতাসহ রাজ্যের অন্যান্য জায়গায়। সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের(health department)। তৎপর কলকাতা পৌর সংস্থা। ইতিমধ্যেই ডেঙ্গি সংক্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন(Nabanna)। গোটা রাজ্যে প্রায় পাঁচশোরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্ট করা হয়েছে। 

সোমবার ডেঙ্গির প্রকোপ প্রতিরোধে মেয়র পারিষদ স্বাস্থ্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। 

এদিন ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে বৈঠক করেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ডেঙ্গির বাড়বাড়ন্ত। এদিন ৮২ নম্বর ওয়ার্ড এবং ১০৬ নম্বর ওয়ার্ড নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি অতীন ঘোষের। ৮২ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি পরিস্থিতি আগের থেকে অনেক স্বাভাবিক বলে দাবি তাঁর। পাশাপাশি, ১০৬ নম্বর ওয়ার্ডে কচু গাছের জন্য ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি।

এই ওয়ার্ডে কচু গাছের ফলে ডেঙ্গির লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।


Follow us on :