১১ মে, ২০২৪

Dengue: পুজোর মুখে আরও ভয়াবহ ডেঙ্গি, দমদমে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তের
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-10 14:21:30   Share:   

পুজোর মুখে ঝোড়ো ব্যাটিং করছে ডেঙ্গি। সময়ের সঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাড়তে মৃত্যুও। এই পরিস্থিতির মধ্যে ফের শহরে  দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।  প্রথম জন, সিদ্ধার্থ বালা। বছর ২৫-এর ওই যুবক দমদম এলাকার উত্তর বাদরা দিল্লি রোড ইটালগাছার বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে খবর, গত ৯ অক্টোবর তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। অন্যজন, অপর্ণা দাস। মৃতা বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, এদিন ভোরে ডেঙ্গি আক্রান্ত হয়ে কেপিসি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিগত ২৪ ঘন্টায় দুজনের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল, সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১। 

ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। সব মিলিয়ে পুজোর মুখে আশঙ্কার মেঘ জমাচ্ছে ডেঙ্গি তা বলাই বাহুল্য।


Follow us on :