১৩ মে, ২০২৪

Money Recovery: ইডির তল্লাশি অভিযানে ফের শহর থেকে উদ্ধার কোটি কোটি টাকা!
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-28 16:08:37   Share:   

ফের শহর থেকে উদ্ধার কোটি কোটি টাকা। এবারে কলকাতার কেষ্টপুর থেকে উদ্ধার করা হল টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় পাটনা থেকে ইডি আধিকারিকেরা কেষ্টপুর রবীন্দ্রপল্লী তালবাগান অঞ্চলের এ এফ ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দেয়। সেখানে ভাড়া থাকতেন রবিনস যাদব নামে এক ব্যক্তি। মূলত তাঁর বিরুদ্ধেই বিহারের পাটনায় সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের হয়। ফলে তাঁর সেই ভাড়া বাড়িতে ইডি তল্লাশি চালিয়েই উদ্ধার করে ১ কোটি ৮৫ লক্ষ টাকা।

ইডি সূত্রে খবর, রবিন যাদব নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের হয়েছে। ইডি সেই মামলার দায়িত্বভার গ্রহণ করে। তদন্তে নেমে ইডি আধিকারিকেরা রবিন যাদবের সন্ধান শুরু করেন। এরপরে কেষ্টপুরে রবীন্দ্র পল্লীতে রবিনের সন্ধান পায় ইডি। সেখানে গতকাল অর্থাৎ বুধবার ভোরে হানা দেয় ইডি আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখান থেকে প্রায় ১কোটি ৮৫লক্ষ টাকা উদ্ধার হয়। রবিন সেই সময় ওই বাড়িতে ছিলেন না। রবিনের এক বন্ধু ওই ঘরে ছিলেন। যদিও এই ঘটনায় বাড়ির মালিক ক্যামেরার সামনে কোনও কথা বলতে চায়নি। তিনি শুধু বলেন ইডি আধিকারিকেরা এসেছিলেন। রবিন তাদের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন।


Follow us on :