০৯ মে, ২০২৪

Sukanta Majumder: অধরা শাহজাহান, ন্যাজাট থানা ঘেরাও অভিযানের ডাক সুকান্তের, তৎপর পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-11 12:18:27   Share:   

সন্দেশখালিকাণ্ডের পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। রাজ্য পুলিস কেন তাঁকে গ্রেফতার করতে পারছে না, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। আর সে কারণেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজ, বৃহস্পতিবার ন্যাজাট থানা ঘেরাও করার ডাক দিয়েছেন। কিন্তু সকাল থেকেই বাসন্তী হাইওয়ের উপরে এবং হাসনাবাদ-এর ন্যাজাট রোডের উপরে নাকা চেকিং করছে পুলিস। এককথায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিস। সূত্রের খবর, পুলিস যেহেতু থানা ঘেরাও করার অনুমতি দেয়নি, সেক্ষেত্রে বেআইনি জমায়েত রুখতেই এমন তল্লাশি। রাস্তার উপরে ব্যারিকেট দিয়ে প্রতিটি গাড়ি থামিয়ে তার মধ্যে কোনও বিজেপি কর্মী কিংবা রাজনৈতিক দলের কর্মী এলাকার ভিতরে ঢুকছে কিনা তার দিকেই নজর রাখছে প্রশাসন।

পাশাপাশি ন্যাজাট থানার রাস্তাগুলোতে ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিসের তরফে। ইতিমধ্যেই ন্যাজাট থানার এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে। মনে করা হচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে থানায় ঢোকার আগেই আটকে দেওয়া হতে পারে। সেকারণেই এত কড়া নিরাপত্তা।


Follow us on :