১৬ মে, ২০২৪

Metro: কেকেআরের খেলা দেখে বাড়ি ফেরার জন্য বিশেষ ব্যাবস্থা মেট্রোরেলের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-14 14:20:36   Share:   

শুক্রবার ঘরের মাঠ ইডেনে (Eden Gardens) খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। গত দুটি ম্যাচে জিতেছে কলকাতা। এখন লক্ষ্য হ্যাট্রিক। অন্যদিকে, গত ম্যাচে মরশুমের প্রথম জয় পেয়েছে হায়দরাবাদ। ফলে, তারাও প্রতিপক্ষ কেকেআরকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া।

শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে ম্যাচের টিকিট প্রায় সব শেষ। ফের রিঙ্কু ঝড় দেখতে উৎসাহী কেকেআর অনুরাগীরা। ম্যাচের কথা মাথায় রেখে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাত সাড়ে ১১টার পর বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত দু'টি মেট্রো চালানো হবে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১২.১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দু'টি বিশেষ ট্রেন ছাড়বে। একটা যাবে দক্ষিণেশ্বরের দিকে। আর একটি যাবে কবি সুভাষের দিকে। মেট্রো ছাড়ার আগে পর্যন্ত এসপ্ল্যানেড স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে। স্মার্ট কার্ড ও টোকেন দুইই পাওয়া যাবে।



Follow us on :