ব্রেকিং নিউজ
Mamber-of-in-laws-house-was-arrested-while-a-house-wife-commits-suicide-over-dowry-problem
Wife: খাস কলকাতায় পণের দাবিতে অত্যাচার, হরিদেবপুরে বধূর আত্মহত্যায় গ্রেফতার ১

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-28 14:49:50


পণের (Dowry Issue) দাবিতে অত্যাচার এবং গৃহবধূর আত্মহত্যায় হরিদেবপুরে গ্রেফতার শ্বশুরবাড়ির লোক। খাস কলকাতায় এহেন ঘটনায় (Suicide in Kolkata) রীতিমতো চাঞ্চল্য। জানা গিয়েছে, ২৬ শে জানুয়ারি হরিদেবপুরের বধূ মাম্পি দাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সাত বছর আগে মালদহের ইংরেজবাজারের তরুণী মাম্পির বিয়ে হয় হরিদেবপুরে। অভিযোগ, বিয়ে হওয়ার পর থেকেই বিভিন্ন সময় পণের জন্য অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। শুধু মানসিক নির্যাতন নয়, মাম্পিকে শারীরিক নিগ্রহ (Physical Assault) করা হত বলে অভিযোগ।

এতেই ২৬ শে জানুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাম্পি। এরপরেই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মৃতার শ্বশুরবাড়ির অন্যরা পলাতক। গ্রেফতার মহেশতলার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল মৃতের স্বামীর বোনের বর।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন