১৮ জুন, ২০২৪

Hospital: 'আমাকে দেখে হাত নাড়লেন,' বুদ্ধদেব বাবুকে দেখতে হাসপাতালে মমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-31 19:34:36   Share:   

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে আলিপুরের হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। বুদ্ধদেববাবুর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন।

ফুসফুসের সংক্রমণ নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অবশেষে সোমবার তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়।

এরপর সোমবার বিকালেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। অবশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী হাত পা নাড়ছেন। আপাতত স্থিতিশীল আছেন।


Follow us on :