১৫ মে, ২০২৪

Madhyamik Board: নবম শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে আরও কড়া সিদ্ধান্ত মাধ্যমিক শিক্ষা পর্ষদের
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-30 12:49:45   Share:   

নবম শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে এবার আরও কড়া মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিক পরীক্ষায়ও নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে। সমস্ত পরীক্ষাকেন্দ্রে রাখা হয়েছিল সিসিটিভি। ফলপ্রকাশ না হওয়া পর্যন্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রধান শিক্ষকদের নন জুডিশিয়াল ১০ টাকার স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে যে তাঁর স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের সবার রেজিস্ট্রেশন হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলে স্কুলের পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার সময় সমস্যার মধ্যে  পড়তে হতে পারে বলে জানানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছিল। পরে জানানো হয়, লেট ফি দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। সেই দিনও আসন্ন। তাই এবার প্রধান শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের পর পড়ুয়ারা আর কোনও রেজিস্ট্রেশন জমা দিতে পারবেন না। কিন্তু ঠিক কী কারণে স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে পর্ষদকে? এর উত্তরে পর্ষদের তরফে জানানো হয়েছে, এই রেজিস্ট্রেশন মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখন কোভিড পরবর্তীকালে নবম শ্রেণীতে এসে বহু ছাত্র দলছুট বা স্কুল ত্যাগ করেছেন। এই প্রবণতা রুখতে প্রধান শিক্ষকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।


Follow us on :