১০ মে, ২০২৪

Cyber: রাজারহাটে অবৈধ কল সেন্টারের হদিশ, ধৃত ৩
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-25 14:40:47   Share:   

রাজারহাটে (Rajarhat) অবৈধ (Fake) কল সেন্টারের (Call Center) হদিশ। পরিত্যক্ত বাড়িতে কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ। রাজারহাট থানার হাতে গ্রেফতার তিন। আজ, মঙ্গলবার তাদের বারাসত আদালতে তোলা হবে। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম অভয় শর্মা, বিবেক কুমার শর্মা ও রাজ মিত্র। পুলিস গোপন সূত্রে খবর পায় যে, রাজারহাটের রেকজোয়ানি আজাদ নগরে একটি পরিত্যক্ত বাড়িতে অবৈধ কল সেন্টার চলছে। সেই সূত্রের ভিত্তিতে রাজারহাট থানার পুলিস সেখানে হানা দেয়।

সেখান থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, তারা নেট কানেকশনের জন্য অন্যের মোবাইলের হটস্পট ব্যবহার করতো এবং এর পরেই তারা বিদেশি নাগরিকদের ফোন করতো। বিদেশি নাগরিকদের ফোন করে নিজেদের সার্ভেয়ার বলে পরিচয় দিতো এবং ফ্রিতে বাড়িতে লিফ্ট ইনস্টলেশন করার জন্য বলতো। যাঁরা রাজি হতো তাঁদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতো বলে পুলিস সূত্রে খবর।


Follow us on :