২৬ এপ্রিল, ২০২৪

Train: ইন্টারলকিংয়ের কাজ, এই রবিবার বন্ধ হাওড়া-ব্যান্ডেল কর্ড শাখায় লোকাল
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-25 09:56:28   Share:   

বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজের জন্য ২৬ মার্চ অর্থাৎ রবিবার হাওড়া-বর্ধমান (কর্ড শাখায়) সব ট্রেন বাতিল। এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেলওয়ে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও কর্ড শাখায় সব ট্রেন বাতিল, ফলে যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন অনেকে। ওই দিন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালাবে রেল। জানা গিয়েছে, বর্ধমান স্টেশন থেকে একটি ট্রেন ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। অন্যটি ছাড়বে ৯টা ১৫ মিনিটে। তবে সাধারণ লোকাল ট্রেন পরিষেবা শনিবার রাত ১২টার পরেই বন্ধ, পরিষেবা আবার চালু হবে রবিবার রাত ১২টার পর। 

জানা গিয়েছে, এই কাজ চলার জন্য রবিবার ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া-মুম্বই এক্সপ্রেস, দুন এক্সপ্রেসের মতো ট্রেনকে মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য হাওড়া-বালি, ডানকুনি-বর্ধমানের মধ্যে মেন লাইনে বেশ কিছু ট্রেন চলবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানো হলেও অন্য যাত্রীরাও এই ট্রেনগুলিতে চাপতে পারবেন।


Follow us on :