১৪ মে, ২০২৪

KMC: মাস্ক বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা, ঠিক কী জানালেন ডেপুটি মেয়র
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-20 08:40:52   Share:   

করোনা সংক্রমণ (Covid Infection) রুখতে এবার মাস্কের উপরে জোর দিচ্ছে কলকাতা পুরসভা। বুধবার পুরসভায় (KMC) কোভিড সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে স্থির হয়েছে, রাজ্যর গাইডলাইন অনুসরণ করেই কোভিড মোকাবিলায় কাজ করবে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার থেকেই এই নয়া ব্যবস্থা কার্যকর। এই প্রসঙ্গে পুরসভার ডেপুটি স্পিকার অতীন ঘোষ জানান, 'কলকাতা পুরসভার মূল কার্যালয় এবং ১৬টি বরো অফিসে যাঁরা আসবেন, তাঁদের মাস্ক পরতেই হবে। যাঁরা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আসবেন, তাঁদেরও মাস্ক পরতে বলা হয়েছে। তবে শহরবাসীর জন্য মাস্ক বাধ্যতামূলক না করলেও, সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।' তবে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই খবর।

ডেপুটি মেয়র বলেন, 'যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে ৮০ শতাংশই টিকা নিয়েছেন। আমরা তৃতীয় টিকা চেয়েছি। সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাস্ক পরা, হাত ধোয়া, সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি।'



Follow us on :