LATEST NEWS
28 May, 2023

Rawal: প্রসঙ্গ বাঙালি এবং মাছ খাওয়া! সেলিমের অভিযোগের ভিত্তিতে পরেশকে তলব কলকাতা পুলিসের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১২-০৭ ১০:২৯:৩৪   Share:   

মহম্মদ সেলিমের (Md Selim) দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালকে তলব করলো কলকাতা পুলিস (Kolkata Police)। আগামি ১২ ডিসেম্বর তালতলা থানা তাঁকে ডেকে পাঠিয়েছে। বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিনেতার (Paresh Rawal) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে থানায় জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

মূল ঘটনার সূত্রপাত গুজরাত বিধানসভা ভোটের প্রচার। বিজেপির তারকা প্রচারকদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। পরেশ গত মঙ্গলবার এক প্রচার সভায় বাঙালিদের মাছ খাওয়া নিয়ে তির্যক মন্তব্য করেন। তারপরেই দেশজুড়ে তাঁর বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। নিন্দার ঝড় ওঠে, সমালোচনার সুরে মিমে মিমে ছেয়ে যায় সোশাল মিডিয়া। বিতর্ক বাড়ছে বুঝে ক্ষমা চেয়ে নেন বলিউডের অন্যতম পরিচিত মুখ পরেশ।

Ad code goes here

এদিকে, পরেশের এহেন মন্তব্যের জেরে শুক্রবার তালতলা থানায় অভিযোগ দায়ের করেন সেলিম। যদিও এ ব্যাপারে এখনও পরেশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক কী বলেছেন অভিনেতা? গুজরাত বিধানসভা ভোটের প্রচারে এক সভায় দাঁড়িয়ে বলেছিলেন, 'মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাতের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :