২৬ এপ্রিল, ২০২৪

Posta: কালীপুজোর আগে ব্যাপক ধরপাকড়, পাচারের আগেই পোস্তায় উদ্ধার প্রায় ৮৪০ কেজি বাজি
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-15 16:56:31   Share:   

কালীপুজোর আগে একাধিক জায়গায় তল্লাসি চালাচ্ছে পুলিস (police)। এতেই উদ্ধার হয়েছে একাধিক নিষিদ্ধ বাজি (Banned fireworks)। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এবার ফের বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিস। কলকাতার (Kolkata) বিভিন্ন এলাকা থেকে ১ হাজার কেজিরও বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে বলে সূত্রে খবর।

পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে মেদিনীপুরে (Medinipur) নিষিদ্ধ আতসবাজি পাচার হওয়ার আগেই মোট ৮৪০ কেজি বাজি-সহ পরিবহণ সংস্থার মালিককে গ্রেফতার করেছে পোস্তা থানার পুলিস। উক্ত সূত্রের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল ও আশপাশে তীব্র তল্লাশি চালানো হয়। অনেকক্ষণ অনুসন্ধানের পর প্রায় ৮৪০ কেজি আতসবাজি উদ্ধার! বড় বাজারের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট থেকে মেদিনীপুরে পাচারের জন্য এই বিপুল পরিমাণে বাজি মজুত হচ্ছিল। উদ্ধার হয় ২৮ বাক্স নিষিদ্ধ আতসবাজি। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পোস্তা থানার পুলিস।


Follow us on :