অভিনব কায়দায় পাচার (Smuggling)। গুটখার প্যাকেটে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বৈদেশিক মুদ্রা, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ভারতীয় যাত্রী। অভিনব কায়দায় প্রায় ৪০ হাজার মার্কিন ডলার ((Foreign Money) পাচার করতে গিয়ে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ল ভারতীয় নাগরিক। সোমবার রাতে বেসরকারি বিমান সংস্থার বিমান SG-83 বিমানে এক ভারতীয় নাগরিক গঙ্গা সাগর ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার সময় শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়।
এরপরে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা। তিনি এই বিপুল অংকের টাকা গুটখা প্যাকেটে নিয়ে যাচ্ছিল। এমনটাই শুল্ক দপ্তরের কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকদের তরফে জানানো হয়েছে।
দিন চারেক আগেই পাচারের নতুন কৌশল ধরেছে বিমানবন্দরের শুল্ক দফতর। ট্রলি ব্যাগের রডের ভিতর লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বৈদেশিক মুদ্রা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছিলেন আটক ভারতীয় যাত্রী। বৈদেশিক মুদ্রা ৯১০০ মার্কিন ডলার (USD) পাচারের অভিনব কৌশল কলকাতা থেকে ব্যাংককগামী স্পাইসজেট এসজি-৪৩ বিমানের এক যাত্রীর। জানা গিয়েছে, গত বুধবার বিকেলে ব্যাংককগামী বিমানে যাত্রার আগে এক ভারতীয় যাত্রী আনন্দ সিং নিরাপত্তা যাচাইয়ের সময় লাগেজ স্ক্যানিংয়ে ব্যাগ রাখলে, সেই ব্যাগে সন্দেহজনক বস্তু ধরা পড়ে।