১৪ মে, ২০২৪

Weather: তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গ! জানুন চৈত্রের তাপমাত্রার পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-05 12:49:41   Share:   

বৃষ্টির পর এবার তীব্র গরমে হাঁসফাঁস। কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হলেও চলতি মাসের শুরুতেই কিন্তু একটা অস্বস্তিকর গরম দেখা গিয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া (Weather) সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই তাপমাত্রা বাড়বে। যার কারণে, সারাদিন ধরে প্রবল তাপে দগ্ধ হবে বাংলা। এই সপ্তাহের তাপমাত্রা ৩৪, ৩৫, এবং ৩৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। ফলে সন্ধ্যার পর থেকে কিছুটা তাপমাত্রা কমার পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি থাকবে।

অর্থাত্ অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যে একেবারেই নেই তেমনটা নয়। তার কারণ এবছর বৈশাখ মাসের আগে থেকেই কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। তবে আপাতত ভাবে আজ এবং কাল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গরমের অনুকূল পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে দক্ষিণবঙ্গজুড়ে। আবার কালবৈশাখীর হওয়ার সম্ভাবনা রয়েছে এই আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে। 


Follow us on :