১৩ মে, ২০২৪

Minister: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে কালীঘাট
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-30 12:36:16   Share:   

রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে হয়তো ধীরেই চলতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্দরের ইঙ্গিত, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র জায়গা কালীঘাট। তার বাইরে এই ব্যাপারে কেউ কোনও কথা বলবে না। নভেম্বর মাসে প্রথম সপ্তাহে রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ফলে রাজনৈতিক মহল এখন তাকিয়ে ওই বৈঠকের দিকে।

জ্যোতিপ্রিয় গ্রেফতারের আগেই তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, জ্যোতিপ্রিয়র কিছু হয়ে গেলে ইডি এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর করা হবে। তাই তৃণমূলের শীর্ষ নেতারা মনে করছেন, এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ঘটনা নাও ঘটতে পারে।

তাঁদের অনেকের মতে, পার্থর গ্রেফতারির পরিবেশ এবং পরিস্থিতি দুটোই আলাদা ছিল। সেইসঙ্গে এই গ্রেফতারির সঙ্গে জড়িয়ে গিয়েছিল টাকা উদ্ধারের ঘটনা এবং বান্ধবী যোগ। তাই রাজনৈতিক মহলের মতে, জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে হয়তো ধীরে চলো নীতিতে আস্থা রাখবে তৃণমূল।


Follow us on :