১৩ মে, ২০২৪

CBI: নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ বিডিও-র বিরুদ্ধে, সিবিআই তদন্তের নির্দেশ জাস্টিস সিনহার
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-21 16:41:28   Share:   

গরু পাচার, কয়লা পাচার, শিক্ষায় দুর্নীতিতে সিবিআই তদন্তের পর এবার পঞ্চায়েতের নির্বাচনী প্রক্রিয়াতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন দুই প্রার্থী। উলুবেড়িয়া এক ব্লকের ওই দুই প্রার্থীর অভিযোগের ভিত্তিতে এবার নির্বাচনী প্রক্রিয়াতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

সূত্রের খবর, কাশ্মীরা বিবি ও ওমজা বিবি উলুবেড়িয়া এক ব্লকের মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁদের মনোনয়ন বিকৃত করার অভিযোগ উলুবেড়িয়ায় এক ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে-এর বিরুদ্ধে। সূত্রের খবর, ওই দুই প্রার্থী মনোনয়ন জমা দিতে না পারায় হাইকোর্টের দ্বারস্থ হন। আজ অর্থাৎ বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলা উঠলে, এই মামলায় নজিরবিহীনভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

এছাড়া সূত্রের আরও খবর, সিবিআইকে ৭ই জুলাইয়ের মধ্যে এ ঘটনার তদন্তের রিপোর্ট পেশ করতে হবে। যদিও রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ই জুলাই। এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিএন ডিজিটালের তরফে  উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে-এর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলে, তিনি কোনওরকম উত্তর দেননি।


Follow us on :