১৭ মে, ২০২৪

Babita: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিহারা ববিতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-18 21:14:56   Share:   

কলকাতা হাই কোর্টের বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে মঙ্গলবার স্কুলশিক্ষিকার চাকরি হারিয়েছেন শিলিগুড়ির ববিতা সরকার (Babita Sarkar)। সেই চাকরি দেওয়া হয়েছে অনামিকা রায় নামে এক পরীক্ষার্থীকে। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর, ববিতার আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন। এবং ঐ এখনও অবধি প্রাপ্ত টাকা হাইকোর্টকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এবং ওই টাকা দুই ধাপে দিতে হবে বলে জানান তিনি। যদিও এই নির্দেশের পর ববিতা জানিয়েছিল পুরোটা টাকা এখনই দেওয়া সম্ভব নয়। যদিও বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে ববিতা।


Follow us on :