১৫ মে, ২০২৪

Jitendra: কম্বল-কাণ্ডে হাইকোর্টে শর্তসাপেক্ষে মঞ্জুর জিতেন্দ্রর জামিন, থাকবেন আসানসোলের বাইরে
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-10 16:37:04   Share:   

কম্বল-কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari Bail) শর্তসাপেক্ষে জামিনের আবেদন (Bail plea) মঞ্জুর কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জিতেন্দ্র তিওয়ারির জামিনে কী কী শর্ত চাপানো হয়েছে। 

১.আসানসোলের বাইরে থাকতে হবে 

২. থানার ওসি র সঙ্গে দেখা করবে সপ্তাহে একদিন 

৩ আসানসোল আদালত সময়মতো হাজির হতে হবে 

৪.৫০ হাজার বন্ড ও একজন লোকাল সিকিউরিটি দিতে হবে

কম্বল বিতরনের অনুষ্ঠানে মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল পুলিস। সেই প্রেক্ষিতেই জামিনের আবেদন করেন জিতেন্দ্র তিওয়ারি। এই প্রসঙ্গে বিজেপি নেতার আইনজীবী বলেন, 'যে ধারায় মামলা দায়ের হয়েছে, তা এই ঘটনায় কার্যকর নয়।  পাশাপাশি তিন সপ্তাহ ধরে তিনি যেহেতু জেলে, জেরা ভালো মতোই হয়েছে।  তাই জামিন মঞ্জুর হতেই পারে। আসনসোল পুরসভার বাইরে থাকতে হবে তাঁকে।'   


Follow us on :