১২ মে, ২০২৪

Corona: বর্ষবরণে চিন্তা বাড়াচ্ছে JN.1, শহর কলকাতায় করোনা আক্রান্ত আরও ৫
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-01 18:03:49   Share:   

নতুন বছরের শুরুতেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ইতিমধ্যেই করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে জেএন.১-এ আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। এছাড়াও দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এছাড়াও এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। গত সাতদিনে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে দেশজুড়ে।

অন্যদিকে, শহর কলকাতাতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে হদিশ মিলল আরো পাঁচ করোনা আক্রান্তের। প্রত্যেকেই অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মাত্র সাতদিনের মধ্যে ১০টি রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে। দেশজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1ও। বিশেষজ্ঞদের দাবি, এই সাবভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী। হতে পারে স্ট্রোকও। নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে।


Follow us on :