১৪ মে, ২০২৪

KIFF: অবিশ্বাস্য জনপ্রিয় সলমন খান
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-06 16:01:53   Share:   

প্রসূন গুপ্ত: মঙ্গলবারের একটিই খবর বাংলায় যে, শাহরুখ খান এবারের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসবেন না তবে কি হবে? এ ছিল খবরওয়ালাদের প্রশ্ন মাত্র। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গেলে তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন। কিছু গল্পগুজবের পরে অমিতাভ নাকি তাঁর শারীরিক কারণ দর্শিয়ে এ বছর ফিল্ম উৎসবে আসতে পারবেন না জানিয়েছিলেন। অমিতাভের যথেষ্ট বয়স হয়েছে। তিনি অনেকটাই কাজ কমিয়ে ফেলেছেন এবং খুব একটা বাইরে শুটিং করছেনও না কিন্তু বাংলার ব্র্যান্ড এম্বাসেডর শাহরুখ খানও আসছেন না এটা হয়তো বোঝা যায়নি। জানা গেল ইদানিং শাহরুখ প্রচন্ড ব্যস্ত তাঁর ছবির প্রচারে এবং অন্য ব্যবসায়ে। মমতা সময়ের সঙ্গে চলতে পটু কাজেই দেরি করেন নি, বাণিজ্য মেলাতেই সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড এম্বাসেডর ঘোষণা করলেন। সেই সাথে এবারের সিনেমা উৎসবে চমক দিলেন বলিউডের আর এক সুপারস্টার সলমন খানকে আমন্ত্রণ জানিয়ে।

কে বেশি জনপ্রিয় একেবারে অতি সাধারণ জনতার কাছে তা কিন্তু পরিষ্কার হলো মঙ্গলবারই। সলমন। মুখ্যমন্ত্রীর সাথে নেতাজি ইনডোরে প্রবেশের আগেই ধর্মতলা চত্বরে প্রবল ভিড় শুধু একবার 'ভাইজান'কে দেখার জন্য। বাস্তবে সকলেই তো আর প্রবেশ পত্র পায় না। বিশাল হর্ষধ্বনি নিয়ে সলমন অনেকটা চুলবুল পান্ডের মতোই প্রবেশ করলেন। হলে প্রবেশের পরে কয়েক হাজার নানান পেশার দর্শকের ফের হল কাঁপিয়ে চিৎকার। এ যেন ইডেনে সচিন টেন্ডুলকারের ব্যাট করতে নামার মতোই। যখনই সলমন কিছু করছেন তখন আর ঘোষকের কথা বা অন্য প্রসঙ্গ চাপা পরে যাচ্ছে। বিগত বছরগুলির মতো নিয়ম মেনে সময়োপযোগী অনুষ্ঠান এবারে আর দেখা গেলো না কারণ ওই সলমন। হাসি ঠাট্টা মজা করেই কাটিয়ে দিলেন সময়টা। সলমন হয়তো অমিতাভ বা শাহরুখের মতো কলেজের ডিগ্রি নিয়ে ছবির জগতে আসেন নি, কিন্তু তাঁর পরিবার চিরকাল মুম্বই সিনেমাকে দিয়ে এসেছে নানান প্রতিভা। বাবা সেলিমতো শোলে থেকে ডন হয়ে নানান ছবির কাহিনীকার। সেলিম অন্তত সলমনকে শিখিয়েছেন ব্যক্তি জীবনের চিত্রনাট্য কি হতে পারে। একই সাথে কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেও, তিনি জানেন প্রয়োজনে কীভাবে রাজনীতির চিত্রনাট্য বদলাতে হয়।


Follow us on :