১৩ মে, ২০২৪

HS: মাধ্যমিকের কায়দায় উচ্চ মাধ্যমিকেও প্রশ্ন পাচারের গ্রুপ তৈরি, কড়া পদক্ষেপ সংসদের
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-11 17:48:31   Share:   

মাধ্যমিকের কায়দায় প্রশ্ন লিক হতে পারে উচ্চমাধ্যমিকেও। প্রশ্নপত্র লিক করতে হোয়াটসঅ্য়াপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংসদ। আর সেই লিক রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। প্রশ্ন পাচার রুখতে হলে ব্যবহার করা হবে 'হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর' ও 'আরএফ' যন্ত্র। এছাড়াও প্রশ্নপত্রে থাকছে বিশেষ কোড। প্রশ্ন ফাঁস হবে না বলে আশ্বাস দিয়েছেন সংসদ সভাপতি।

চলতি বছরের মাধ্য়মিক পরীক্ষার জন্য় প্রশ্নপত্রের প্রতিটি পৃষ্ঠায় ছিল 'ইউনিক কোড' বা 'বিশেষ কোড'। কিন্তু এতকিছুর পরেও মাধ্য়মিক পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়া আটকানো গেল না। মাধ্য়মিক পরীক্ষার প্রথমদিনেই মাত্র ১ ঘণ্টার মধ্য়ে সমাজমাধ্য়মে ছড়িয়ে পড়ে বাংলা প্রশ্ন। এরপর ইংরেজি পরীক্ষার দিনেও একই ঘটনা ঘটে। এমনকি মাধ্য়মিকের তৃতীয় দিনেও একইভাবে ভাইরাল হয় প্রশ্নপত্র। তাই এবার উচ্চমাধ্য়মিকের ক্ষেত্রে একইরকম পরিস্থিতির স্বীকার যাতে না হতে হয় সেজন্য়ে আরও সর্তকতা বাড়িয়েছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ।


Follow us on :