১০ মে, ২০২৪

New Rule: পর্ষদের নয়া নির্দেশিকায় একগুচ্ছ নিয়ম, ১০:৩৫-র মধ্যে ঢুকতে হবে স্কুলে
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-02 19:36:15   Share:   

মঙ্গলবার থেকে একগুচ্ছ কড়া নিয়ম চালু হল শিক্ষাক্ষেত্রে। সপ্তাহে অন্তত ৩২ ঘণ্টা ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। সকাল ১১:১৫-র পর কোনও শিক্ষক বা শিক্ষিকা স্কুলে এলে তাঁকে অনুপস্থিত মার্ক করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এছাড়াও মঙ্গলবার থেকে শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০:৩৫-র মধ্যেই পৌঁছতে হবে স্কুলে। আগে অবশ্য ১০:৪৫-এ স্কুল ক্যাম্পাসে পৌঁছলেও হত। যা চলতি শিক্ষাবর্ষে ১০ মিনিট এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। শুধু তাই নয়, বিকেল ৪টে ৩০ মিনিটের আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীকে স্কুল ক্যাম্পাস ছাড়তে নির্দেশ জারি পর্ষদের তরফে।

তবে শিক্ষাক্ষেত্রে পর্ষদের নির্দেশিকা প্রসঙ্গে গাফিলতির অভিযোগ আনছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স ও হেড মিস্ট্রেস সংগঠনের সদস্যরা। এদিন পর্ষদের নয়া নির্দেশিকা সম্পর্কে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতির বক্তব্য-শিক্ষকই নেই, অ্যাকাডেমিক ক্যালেন্ডার কাকে দেখাবেন। বহু স্কুল আছে যেখানে শিক্ষক মাত্র ৪-৫ জন। এভাবে কোনও স্কুল চলে।


Follow us on :