১৫ মে, ২০২৪

High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ আইএসএফ
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-16 13:31:37   Share:   

আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। সভার জন্য  হেয়ার স্ট্রিট থানার পুলিসের কাছ থেকে অনুমতি চাওয়া হয়। কিন্তু মেলেনি পুলিসের অনুমতি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা।

সূত্রের খবর, পুলিসের তরফে কারণ হিসেবে লিখিতভাবে জানানো হয়, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। এছাড়া শহরের প্ন্যতম ব্যস্ত এলাকা হওয়ায়, সভার কারণে যানজট তৈরি হতে পারে। সাধারণ মানুষকে অসুবিধের মধ্যে পড়তে হতে পারে। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিস আইএসএফের সভার অনুমতি দেয়নি।


Follow us on :