১৬ মে, ২০২৪

Violence: শিবপুর-রিষড়া কাণ্ডে এনআইএ চেয়ে মামলা, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-03 14:58:42   Share:   

রামনবমীর মিছিলকে (Ram Navami Rally) ঘিরে তপ্ত হয়েছে হাওড়ার শিবপুর-হুগলির রিষড়া (Shibpur-Rishra Row)। ক্রমেই ছন্দে ফিরছে শিবপুর, তবে উত্তেজনা জিইয়ে রয়েছে রিষড়ায়। এবার এই ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি আয়ত্তে আনতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবং হিংসার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বুধবার 

মামালার পরবর্তী শুনানি। ওই দিন তিন জায়গার রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। জানা গিয়েছে মামলাকারীর আইনজীবী আদালতে সওয়াল করেন, সাম্প্রতিক সময়ে হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলার পরিস্থিতি খুব খারাপ।আগুন জ্বলছে, রাম নবমীকে ঘিরে উত্তেজনা। গত কয়েকদিনের পরিস্থিতি পুলিসের হাতের বাইরে। ব্যক্তিগত সম্পত্তি ও সরকারি সম্পত্তি ক্ষতির মুখে পড়েছে।

তিনি জানান, 'পুলিসের অনুমতি নিয়ে মিছিল ছিল। রাজ্যপাল ঘটনায় হস্তক্ষেপ করেছেন। প্রশাসন নেট বন্ধ করে দিয়েছে। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।বর্তমান নিত্য জীবনে নেট অপরিহার্য। রবিবার হুগলির রিষড়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আমরা এই হিংসার ঘটনায় এনআইএ তদন্ত চাইছি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এখুনি পরিস্থিতি স্বাভাবিক করা হোক। পুলিস পরিস্থিতি সামাল দিতে পারছে না।'

এই সওয়ালের পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের প্রশ্ন, 'এখন পরিস্থিতি কী? পুলিস কেন পরিস্থিতি আঁচ করতে পারেনি? কতজন গ্রেপ্তার হয়েছে? একই ঘটনা রিষড়ায় কী করে ঘটলো? এই ঘটনার পর পুলিস কী করছিল?' হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, 'রাম নবমীর মিছিলে পুলিসের অনুমতি ছিল। পুলিস ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে। হাওড়ার ঘটনায় ৩৬ জন গ্রেপ্তার, অভিযোগ দায়ের হয়েছে।'

এই জবাব শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রশ্ন, 'গত বছর ওই একই ঘটনা ঘটেছিল। তাহলে পুলিস কেন আগে থেকে সতর্ক হয়নি?'


Follow us on :