২৬ এপ্রিল, ২০২৪

Court: আসামিকে 'বাড়তি সুবিধা', জেল সুপারকে কোর্টের জরিমানা! অনাদায়ে জেল
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-23 19:22:17   Share:   

আসামিকে বাড়তি সুবিধে কেন? এই প্রশ্ন তুলে জেল সুপারকে আর্থিক জরিমানা অনাদায়ে ৭দিন জেলের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) সুপার দেবাশিষ সরকারের উদ্দেশে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে (vikash Mishra) অযথা নানা সুবিধা দিয়েছেন। এই অভিযোগে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অশোককুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জেল সুপারকে। তাঁর উপর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে জেলের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

হাইকোর্ট সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টার মধ্যে জানাতে হবে জরিমানার অর্থ দিয়েছেন কিনা জেল সুপার? জরিমানার টাকা জেল সুপার দিতে ব্যর্থ হলে তাঁকে ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এমনটাই কড়া নির্দেশ ডিভিশন বেঞ্চের।

আদালত অবমাননা করায় জেল সুপারের বিরুদ্ধে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। 'একজন সরকারি আধিকারিক হয়ে এই ধরনের কাজ আইন সংগত নয়।', মন্তব্য আদালতের। এদিন কোর্টে সশরীরে হাজির হয়ে জেল সুপার ক্ষমা চাইলেও, সেই ক্ষমা গ্রহণ করেনি আদালত। হাইকোর্টের মন্তব্য, 'রাজ্যের সবথেকে বড় সংশোধনাগারের দায়িত্বে আপনি। সেই আপনি যদি অন্য আসামিদের সাথে দ্বিচারিতা করেন, এটা একেবারেই কাম্য নয়।'

জানা গিয়েছে, কয়লা-কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে জেলে রেখেই চিকিৎসার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আদালতের সেই নির্দেশ কার্যকর না করে অভিযুক্ত বিকাশকে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেন প্রেসিডেন্সি জেলের সুপার। সেই কারণেই আদালত অবমাননার মামলায় জরিমানার নির্দেশ জেল সুপার দেবাশিস সরকারকে।


Follow us on :