২৬ এপ্রিল, ২০২৪

Fund: কেন্দ্রের পাঠানো টাকা লুঠের অভিযোগ, রাজ্যের অর্থসচিবকে মামলায় জুড়তে কোর্টের নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-24 14:26:43   Share:   

জনগণের স্বার্থে কেন্দ্রের পাঠানো টাকা লুঠ হয়েছে। এই দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) রুজু করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ক্যাগের রিপোর্টের (CAG Report) ভিত্তিতে সিবিআই তদন্তের (CBI investigation) দাবি করা হয়েছে সেই জনস্বার্থ মামলায়। এবার এই মামলায় ক্যাগ এবং রাজ্যের অর্থসচিবকে জুড়তে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চের অপর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামি সোমবার এই মামলার পরবর্তী শুনানি। জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ এই মামলার অপর দুই মামলাকারী আইনজীবী সুমনশঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল।

জানা গিয়েছে, রাজ্যের বিরুদ্ধে প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। সত্যি কি সেই টাকা নয়ছয় হয়েছে? সেটা জানতেই রাজ্যের অর্থসচিব এবং কেন্দ্রীয় সংস্থা ক্যাগকে জুড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, কেন্দ্রীয় বরাদ্দের টাকা নয়ছয়ের অভিযোগে একাধিকবার মোদী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রককে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার তোলা সেই অভিযোগের জল এবার গড়ালো হাইকোর্টে।


Follow us on :