২৭ এপ্রিল, ২০২৪

Court: অতিরিক্ত শূন্যপদ তৈরির পিছনে কার স্বার্থ, তদন্ত করবে সিবিআই: হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-23 21:02:00   Share:   

সুপার নিউমেরিক (Super Neumeric Post) বা শূন্যপদে অবৈধদের নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের (Calcutta High Court) তোপের মুখে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)। বুধবার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ganguly) ফের একবার নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন। বিচারপতি জানান, 'অতিরিক্ত শূন্যপদ তৈরির পিছনে কার স্বার্থ আছে? তদন্ত করবে সিবিআই। কার নির্দেশে বেআইনি চাকরি পাওয়া ব্যক্তি, যাদের আদালত বরখাস্ত করেছে তাদের চাকরি দিতে এই পদ তৈরির আবেদন করা হয়েছে। তার তদন্ত করবে সিবিআই। ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে সিবিআই।'

এদিকে, এদিনের শুনানিতে সুপারনিউমেরিক পোস্টের নিয়োগের আবেদন প্রত্যাহার এসএসসি-র। বিচারপতির মন্তব্য, 'কমিশনের এই আবেদন পত্র জোরপূর্বক লেখা। 

নামকরা নেতা, মুখপাত্র, দালাল; এরা বলছে কারও চাকরি যাবে না তারাই জোরপূর্বক পর্ষদকে দিয়ে এই কাজ করিয়েছে, এটা আমার বিশ্বাস।' তিনি জানান, এসএসসি নির্লজ্জ ভাবে আবেদন করে বেআইনিভাবে চাকরি বাঁচানোর চেষ্টা করছে। এই আবেদনে ভয়ঙ্কর প্রবণতা। এটা বেনামী আবেদন। এসএসসি-কে সামনে রেখে পিছনে কেউ আছে যে এটা করাচ্ছে। মেইন খেলোয়াড়রা পিছনে আছে। এই ড্রাফট ভুলে ভরা। এটা অঙ্ক কষে করা হয়েছে।

বুধবার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, 'আবেদনের বয়ানে যা রয়েছে, শিক্ষামন্ত্রীর গলায়ও একই সুর শোনা গিয়েছে। অতিরিক্ত পদ তৈরি করার ক্ষমতাই রাজ্যের নেই। শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাঁকে স্বাগত। কোনও দালাল আসতে চাইলে, তাঁকেও স্বাগত।' 

এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, 'এসএসসি-র করা চারটি আবেদন প্রেক্ষিতে কমিশনের বক্তব্য শোনেন বিচারপতি। কমিশন জানিয়েছে, যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাঁদের চাকরি বাঁচাতে আর যোগ্যদের চাকরি দিতে এই শূন্যপদ তৈরি। এই বক্তব্য শোনার পর বিচারপতির মনে হয়েছে এই আবেদনগুলো বেআইনি। কাদের মদতে বা কার মস্তিষ্কপ্রসূত এই আবেদন, বের করবে সিবিআই।'


Follow us on :