১১ মে, ২০২৪

Marathon: 'প্রতিযোগীরা থামবে না, আমি থামব,' রেড রোডে ম্যারাথন উদ্বোধনে রাজ্যপাল
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-17 13:37:39   Share:   

অন্য মেজাজে রাজ্যপাল। ডক্টর সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকেই রাজ্যবাসী দেখছেন এক অন্যরকম রাজ্যপালকে। যখন যেখানে প্রয়োজন, রাজ্যপাল হাজির হয়েছেন ঘটনাস্থলে। এবার টাটা স্টিলের উদ্যোগে রাজভবনের অনতিদূরে রেড রোডে উদ্বোধন হয় ম্যারাথনের। উদ্বোধনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সস্ত্রীক রাজ্যপালকে। উদ্বোধন মঞ্চ থেকে রাজ্যপাল জানান, "ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, দৌড়চ্ছে পুরো পৃথিবী। আমরা সকলে দৌড়চ্ছি  একতা, শান্তি,সম্প্রীতির জন্য।” তবে রাজনীতি, খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে, তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয় বলেই মন্তব্য করেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস।

এখানেই শেষ নয়, রাজ্যপাল এদিন সকালে উদ্বোধন সেরে ফেরার পথে ধরা দেন একেবারেই অন্য মেজাজে। তিনি যাচ্ছিলেন বলে, নিরাপত্তারক্ষীরা প্রতিযোগীদের আটকে দেয়। তবে প্রতিবাদ জানিয়ে রাজ্যপাল নিজে থেমে যান প্রতিযোগীদের জন্য। বলেন, "প্রতিযোগীরা নয়, আমি থামবো তাদের জন্য।" এরপর প্রতিযোগীদের সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে তাঁকে যেতে দেখা যায় রাজভবনের দিকে।

এর আগেও, মনে আছে? পঞ্চায়েত নির্বাচনে যখন মারামারি, গোলাগুলিতে উত্তপ্ত হয়েছিল ভাঙড়? রাজ্যপাল সশরীরে হাজির হয়েছিলেন সেখানে। তারপর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হোক কিংবা উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা- সব ক্ষেত্রেই রাজ্যপালকে দেখা গেছে বিপর্যয়গ্রস্থদের পাশে গিয়ে দাঁড়াতে। এবার রাজ্যের সর্বোচ্চ নাগরিক হয়েও, ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাথে একসঙ্গে রাজভবনে ফেরার দৃশ্য চোখে লেগে থাকল রাজ্যবাসীর।


Follow us on :