১১ মে, ২০২৪

Firhad: দুর্নীতি প্রমাণ হলে সিবিআই লাগবে না, আমি নিজেই নিজেকে আত্মহুতি দিয়ে দেব: ফিরহাদ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-11 18:01:32   Share:   

'দুর্নীতি প্রমাণ হলে সিবিআই (Cbi) লাগবে না, নিজের জীবন (Life) নিজেই বিসর্জন দিয়ে দেব' সজল ঘোষের করা অভিযোগ নিয়ে মঙ্গলবার বিকেলে সিএন-ডিজিটালকে এমনটাই জানালেন কলকাতার মেয়র (Mayor) ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সোমবার কলকাতা পুরসভার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সে প্রসঙ্গে সোমবার বিকেলে সিএন ডিজিটালের তরফে ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, দুর্নীতি প্রমাণ করতে পারলে চরম সিদ্ধান্ত নেব।

নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন অয়ন শীল। অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে, পুরসভায় অবৈধ নিয়োগ নিয়ে দাবি করে ইডি। এরপর সজল ঘোষ রবিবার নিয়োগ দুর্নীতি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে টার্গেট করে। কী বলেছেন সজল ঘোষ? বিজেপি কাউন্সিলর বলেন, 'পরিষ্কার দুর্নীতি। পুরসভায় চাকরি হয় মিউনিসিপ্যাল কমিশন পরীক্ষার মাধ্যমে। ২০১৭ সালে কয়েক লক্ষ যুবক আবেদন করেছিল। পেয়েছে ৩টে পাড়ার লোক। ১৪৯টা পদ ছিল। নিয়োগ হয়েছিল ১৪৮টি পদে। ওসব পদে নিয়োগ হয়েছে। এর মধ্যে নদিয়া সংলগ্ন এলাকার ১১৮, বৈদ্যবাটি ভদ্রেশ্বর থেকে ৬ এবং বাকীটা ববিদার পাড়া থেকে হয়েছে। বিশ্বাস করেন, দুই থেকে আড়াই লক্ষ যুবক পরীক্ষা দিল আর চাকরি পেল ৩টে পাড়ার লোকজন? এই জন্যই আমার সিবিআই তদন্তের দাবি করেছি। এগিয়ে বাংলায় ৩টে পাড়া?'

সজল ঘোষের ওই অভিযোগ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'দুর্নীতি প্রমাণ হলে সিবিআইয়ের দরকার হবে না। আমি নিজেই নিজেকে আত্মহুতি দিয়ে দেব।'


Follow us on :