১১ মে, ২০২৪

Gold Price: ধনতেরাসের আগে অগ্নিমূল্য সোনার বাজার, ইজরায়েল হামাসের যুদ্ধই কি কারণ!
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-25 14:01:58   Share:   

দেখতে দেখতে কেটে গেল পুজোর চারটে দিন। কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। চারিদিকে বিষাদের সুর। তবে উৎসবের মরশুম এখনও অনেক বাকি। সামনেই রয়েছে লক্ষ্মী পুজো, ধনতেরাস, কালী পুজো। ধনতেরাস মানেই সোনা-রুপো কেনা। যা অত্য়ন্ত শুভ বলে মানা হয়। আপনারও যদি ধনতেরাসের আগে বা উৎসবের মরশুমের মাঝে গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন।

গত মে মাসে হলমার্ক সোনার গয়নার ক্ষেত্রে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩ হাজার ৬০০ টাকা। যা এখন ঘোরাফেরা করছে ৫৮ হাজার থেকে ৬২ হাজার ৫০০ টাকার মধ্যে। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম, একাদশীতে রয়েছে ৫ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা। মঙ্গলবারের তুলনায় ১০০০ টাকা দাম বেড়েছে। বুধবার ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ১৮ হাজার টাকা। মঙ্গলবারের তুলনায় ১১০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে সোনার।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার পর থেকেই মূল্যবান সোনালি ধাতুর দাম ক্রমশই ঊর্ধ্বমুখী। যুদ্ধের জেরেই বাড়ছে সোনার দাম বলে মনে করছেন সকলে।


Follow us on :