২৬ এপ্রিল, ২০২৪

Saltlake: গুগলে পাওয়া ফোন নম্বরে ডাক্তার বুকিংয়ে আর্থিক প্রতারণা! গ্রেফতার ১
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-25 15:50:09   Share:   

সাইবার(cyber) প্রতারণায় জামতারা গ্যাং(jamtara gang)। এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। পুলিস সূত্রে খবর, ২১ এপ্রিল বাগুইআটি এলাকার বাসিন্দা কল্লোল সান্যাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি চিকিৎসার জন্যে গুগলে(Google) চিকিৎসকের খোঁজ চালাচ্ছিলেন। সেখানেই একটি ফোন নম্বর পান তিনি। সেখানে যোগাযোগ করলে তাকে চিকিৎসক বুকিং করতে বলা হয়। সেই বুকিংয়ের টাকা পাঠানোর সময় তার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিস(police) জানতে পারে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে জামতারা থেকে।

বাগুইআটি এলাকায় হানা দিয়ে গতকাল মহম্মদ উসমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। পুলিস সূত্রে খবর ধৃত ব্যক্তির সঙ্গে জামতারা গ্যাঙের   যোগ রয়েছে। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিস তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।


Follow us on :