LATEST NEWS
28 May, 2023

Bomb: কামারহাটিতে তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-৩০ ১৬:৩৫:৫৩   Share:   

কামারহাটি (Kamarhati) ষষ্ঠীতলায় তৃণমূল (Tmc) কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা (Bomb) উদ্ধার। বৃহস্পতিবার সকালে কামারহাটি থানার পুলিস গিয়ে বোমাগুলি উদ্ধার করে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল কর্মী এখনও পলাতক। গোপন সূত্রে খবর পেয়ে মদন মিত্রর ছায়াসঙ্গী মহম্মদ মুস্তাফা হোসেন ওরফে রিন্টু নামে এক তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করল কামারহাটি থানার পুলিস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কোনোরকম প্রতিক্রিয়া দিতে চাননি। ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কর্মী মহম্মদ মুস্তাফা হোসেন ওরফে রিন্টু।

এই বিষয়ে তৃণমূল নেতা কমল দাস জানান, 'আইন আইনের পথে চলবে। মদন মিত্র আমাদের জননেতা। তাঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সাথে কারও ছবি থাকলে, সে তাঁর ঘনিষ্ঠ হবে এটা সঠিক নয়।' পাশাপাশি বিজেপি নেতা কিশোর কর বলেন, কামারহাটি অঞ্চলে মদন মিত্র এই ধরনের দুষ্কৃতীদের নিয়ে সঙ্গে করে ঘোরাফেরা করেন। তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। এই ধরনের ঘটনা দেখে কেউ আর তৃণমূল কংগ্রেস দল করতে চাইছেন না। এ বিষয়ে বিজেপির পাল্টা পত্রিক্রিয়া, 'তৃণমূল এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বোমাগুলি মজুত করেছিল।'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :