১৪ মে, ২০২৪

Jyotipriya Mallick: হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন বালু? হস্তাক্ষর মিলিয়ে দেখবে ইডি
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-08 13:00:07   Share:   

নিয়োগ দুর্নীতিতে এতদিন 'কালীঘাটের কাকু'র কন্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইডি। এবারে রেশন বণ্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষর নেওয়ার জন্য তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শনিবার ইডি দাবি করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর মধ্যে চিঠির মাধ্যমে কথাবার্তা হয়েছে। ফলে সেই চিঠি প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা কিনা তা খতিয়ে দেখতেই তাঁর হস্তাক্ষর মিলিয়ে দেখা হবে।

ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে থাকাকালীন মেয়েকে চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। হাসপাতালে জ্যোতিপ্রিয়ের নিরাপত্তায় বহাল ছিলেন সিআরপিএফ জওয়ানেরা। তাঁদের মাধ্যমেই ইডির হাতে চিঠিটি এসেছে বলে দাবি। ইডি আরও দাবি করেছে, ওই চিঠিতে 'বিস্ফোরক' তথ্য রয়েছে। আর সেখানেই লেখা ছিল শঙ্কর আঢ্যের নামও। হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন মন্ত্রী? বিদেশে টাকা পাচারের পরিকল্পনাও দিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই বালুর হস্তাক্ষর মিলিয়ে দেখতে চাইছে ইডি। তাই হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। খুব শীঘ্রই তাঁর হস্তাক্ষরের সঙ্গে চিঠিতে লেখা হস্তাক্ষর  মিলিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে খবর।


Follow us on :