১৩ মে, ২০২৪

Malay: কয়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব ইডির, তলব অনুপ মাঝিকে
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-23 12:33:17   Share:   

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) ফের মলয় ঘটককে তলব (Summon) ইডির (ED)। দিল্লিতে ইডির সদর দফতরে ২৬ তারিখ হাজিরার নির্দেশ। এর আগে ২১ তারিখ আইনমন্ত্রীকে তলব করেছিল ইডি। মলয় ছাড়াও অনুপ মাঝিকে ২৬ জুন তলব করেছে ইডি। পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা এড়ান মলয়। ইডিকে চিঠি দিয়ে সময় চেয়েছিলেন মলয় ঘটক। কয়লাকাণ্ডে লেনদেনের তথ্য সামনে রেখে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে এর আগেও একাধিক বার মলয়কে তলব করেছে ইডি। তার বাড়িতে গিয়ে তল্লাশিও করেছেন সিবিআই আধিকারিকরা। ইডির একাধিক বার তলবেও দিল্লি যাননি মলয়। পঞ্চায়েত ভোটের জন্য তাঁকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। সেই দায়িত্ব পালনের জন্য বর্তমানে জেলা সফরে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সে ক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে সময় চেয়ে মেল করা হয়েছিল। আইনমন্ত্রীর তরফে একটিও মেলের জবাব দেওয়া হয়নি।

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দিল্লি হাইকোর্ট থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মৌখিক আশ্বাসে সুরক্ষা কবচে ছিলেন। কিন্তু এখন তাঁর কাছে নেই আদালতের সুরক্ষাকবচও।


Follow us on :