০৯ মে, ২০২৪

Manik: 'সিদ্ধান্ত মানিকবাবু নিয়েছিলেন', নিয়োগ-কাণ্ডে ইডিকে জবাব প্রাক্তন পর্ষদ সচিবের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-12 19:14:44   Share:   

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (Primary Education) পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ ইডির (ED)। প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে রত্না দেবীকে। তাঁকে করা সম্ভাব্য প্রশ্নগুলোর জবাব বেশ কৌশলে দিয়েছেন পর্ষদের প্রাক্তন সচিব (Board Secretary)। সূত্রের খবর, যে যে সম্ভাব্য প্রশ্ন তাঁকে করা হয়: আপনি সচিব পদে ছিলেন ভূমিকা কী ছিল? দায়িত্ব কী ছিল? জবাবে রত্নাদেবী জানান, 'সমস্ত রকম কাজের যা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি নিয়ম মেনে সেই সমস্ত দায়িত্ব পালন করেছি।'

প্রশ্ন ছিল, 'নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের যোগসাজশ কী ছিল? আপনি কি জানেন?' পাল্টা পর্ষদের প্রাক্তন সচিব জানান, 'আমি ওর বিষয়ে কিছু জানি না। উনি যা কথা বলতেন উপদেষ্টা কমিটির সঙ্গেই আলাদা করে কথা বলতেন। আমার যা দায়িত্ব ছিল আমি সেই দায়িত্বের মধ্যেই কাজ করেছি।'

তাঁকে প্রশ্ন করা হয়, 'মানিক ভট্টাচার্যকে কারা নির্দেশ দিতেন? আপনি কি জানেন?' উত্তরে রত্নাদেবী জানান, 'কারা কোথা থেকে নির্দেশ দিয়েছে তিনি জানতেন না। কিন্তু নির্দেশ কিছু আসতো তাঁর কাছে। কী নির্দেশ বা কারা দিয়েছে এই বিষয়ে তিনি কিছু জানেন না।' রত্নাদেবীর কাছে প্রশ্ন রাখা হয়, 'মানিক ভট্টাচার্য দাবি করেছেন পুরো সিদ্ধান্ত উপদেষ্টা কমিটি নিতেন। আপনি এ বিষয়ে কী জানেন?' জবাবে রত্নাদেবী বলেন, 'আমি আগেই বলেছি উপদেষ্টা কমিটির সঙ্গে মানিক ভট্টাচার্যের কথা হতো। কিন্তু কী কথা হতো, আমি এবিষয়ে কিছু জানি না।'

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'আপনি তো পদে ছিলেন। ২০১৪-র টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় কেন অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি?' তিনি জানান, 'মানিক ভট্টাচার্য সমস্ত রকম সিদ্ধান্ত নিয়েছিলেন।' ইডি সূত্রে খবর রত্নাদেবীকে সম্ভাব্য এই প্রশ্নগুলো করা হয়েছিল। জবাবে তিনিও সম্ভাব্য এই জবাব দেন।


Follow us on :