১৪ মে, ২০২৪

ED: আক্রান্ত অফিসারদের বিরুদ্ধেই এফআইআর! সন্দেশখালিকাণ্ডে এবারে হাইকোর্টের দ্বারস্থ ইডি
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-10 13:22:47   Share:   

সন্দেশখালিতে ইডির তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের কাছে আবেদন করেছিলেন তাঁরা।মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই শুনানি বলে জানা গিয়েছে।

ইডির অভিযোগ, 'রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উল্টে আমাদের অফিসারদের বিরুদ্ধে পুলিস এফআইআর করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআৎ কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্টে পুলিস প্রতিদিন আমাদের অফিসে খোঁজ করছে, কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশঙ্কা, তাঁদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে হেনস্থার জন্য।' ইডি আরও জানিয়েছে, সন্দেশখালিতে ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিসের এফআইআর-এর কপি দিচ্ছে না পুলিস। তাই আদালতের দারস্থ হয়েছে ইডি।


Follow us on :