১২ মে, ২০২৪

Dengue: ডেঙ্গিতে আবারও বলি কলকাতায়, ২৪ ঘণ্টায় দমদমের দুই বাসিন্দার মৃত্যু
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-09 19:57:04   Share:   

ফের ডেঙ্গিতে (Dengue) মৃত্য়ু কলকাতায় (Kolkata)। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দু'জনের মৃত্যু (Dengue Death) হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার অস্থায়ী পুলিস কর্মীর মৃত্যু হয়। আবার এদিনই দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দু'জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে দমদম থানার অস্থায়ী পুলিস কর্মী প্রীতম ভৌমিক জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নাগেরবাজার সংলগ্ন এক নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। এরপরেই শনিবার ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ হিসেবে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ করা হয়। মৃত প্রীতম ভৌমিক দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোড অঞ্চলের বাসিন্দা। 

শনিবার দুপুরে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে দক্ষিণ দমদম পুর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র নগর অঞ্চলের বাসিন্দা উদয় সিং-এর ছোট কন্যা ১৬ বছরের মধু সিংয়ের মৃত্যুর খবর পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫ জনের। রাজ্যে সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। স্বাস্থ্যদফতরের তরফে প্রকাশিত হিসেব বলছে, সংক্রমণের নিরিখে রাজ্যের ১০ জেলার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।


Follow us on :