০৯ মে, ২০২৪

Horse: ইডেনের বাজি প্রদর্শনীতে মৃত কলকাতা পুলিশের ঘোড়া
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-06 12:48:30   Share:   

ম্যাচ শেষে বাজি প্রদর্শনীর সময় বাজির শব্দে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা মাউন্টেড পুলিশের একটি ঘোড়ার। ইডেনের ক্লাব হাউসের গেটের বাইরে বঙ্গবাসী গ্রাউন্ডে বাইরে ডিউটিরত ছিল ওই ঘোড়াটি। বাজির শব্দে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়োতে থাকে ঘোড়াটি। তাঁকে নিয়ন্ত্রণে এনে মাউন্টেড পুলিশের অফিসে নিয়ে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঘোড়াটি। ঘটনায় আহত হয় ২ পুলিশ কর্মী (ঘোড়ার সওয়ারি ও এক কনস্টেবল) ও এক দম্পতি।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সওয়ার নিরঞ্জন প্রসাদ সিং ও কনস্টেবল অনিমেষ চক্রবর্তী। আহত দুই পুলিশ কর্মী কোঠারি হাসপাতালে চিকিৎসাধীন।

পাশাপাশি কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘোড়ার দ্বারা আক্রান্ত দম্পতি বাঁকুড়া থেকে খেলা দেখতে এসেছিলেন গৌরাঙ্গ রক্ষিত ও সঞ্চিতা রক্ষিত। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,  ৫ বছর বয়সী, মৃত ওই মহিলা ঘোড়ার নাম "voice of the reason"। 


Follow us on :