১৪ মে, ২০২৪

DA: শঙ্খ বাজিয়ে শুরু, মমতা-অভিষেকের পাড়ায় মিছিল করবেন ডিএ আন্দোলনকারীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-06 12:42:13   Share:   

শনিবার বকেয়া ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) আন্দোলন ১০০ তম দিনে পড়ল। ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই শহীদ মিনারে (Sahid Minar) বসে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। আজ অর্থাৎ শনিবার আদালতের অনুমতি নিয়েই মমতা ও অভিষেকের পাড়ায় মিছিল করবেন ডিএ আন্দোলনকারীরা।

সূত্রের খবর, শনিবার বেলা একটা থেকেই এই মিছিল শুরু হবে। শুরুর আগে ১০০টি শঙ্খধ্বনির মাধ্যমে তাঁদের এই মিছিল শুরু করার পরিকল্পনা রয়েছে। ডিএ আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সূত্রে খবর, তাঁদের এই মিছিল বন্ধ করতে জনস্বার্থ মামলাও করে রাজ্য সরকার। যদিও বিচারপতি ওই আবেদন নাকচ করে দেয়, এবং হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা অভিষেকের পাড়ায় অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁদের মিছিল করার অনুমতি দেয়। অবশ্য সেই মিছিল হতে হবে শান্তিপূর্ণ।

ডিএ আন্দোলনকারীদের এই মিছিল নিয়ে পূর্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে বিরক্তির সুর। পাশাপাশি একই সুর শোনা গেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এবার তাঁদের পাড়াতেই এই মিছিল যে তৃণমূলের অস্বস্তি বাড়াবে সেটা বলাই বাহুল্য।

ওদিকে আন্দোলনকারী অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে দাবী আদালতের নির্দেশে একটি দ্বিপাক্ষিক বৈঠক হলেও তাতে কোনও লাভ হয়নি। এবং তাঁদের দাবি, যে কোন রকম উপায়ই হোক তাঁদের সঙ্গে সরকারকে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে হবে এবং বকেয়া ডিএ পরিশোধ করতে হবে।


Follow us on :