০৯ মে, ২০২৪

BJP: ভোটের আগেই অশান্তি, রাজভবনে গিয়ে অভিযোগ বিজেপির
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-10 19:26:50   Share:   

মনোনয়ন (Nomination) জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় অশান্তি শুরু হয়েছে। সেকারণে রাজভবনে (RajBhavan) গিয়ে অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পল।

শনিবার সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয়। তাই তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি করেন। পাশাপাশি চুক্তির ভিত্তিতে যে সব কর্মীরা রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কাজ করছেন তাঁদেরকেও নির্বাচনের কাজে ব্যবহার না করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।

পাশাপাশি সমস্ত বুথে সিসিটিভি লাগানোর দাবি করেছেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, রাজ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হলেও কোনও কেন্দ্রে পুলিশকে দেখা যাচ্ছে না।

এদিকে মনোনয়ন জমার প্রথম দিন থেকেই বিভিন্ন এলাকায় অশান্তির খবর পাওয়া গেছে। ডোমকল, বারাবনি, কোতুলপুর সহ বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা।


Follow us on :