২৬ এপ্রিল, ২০২৪

Court: লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যা, সুইসাইড নোটে 'পার্থ চট্টোপাধ্যায়ের' নাম! কোর্টে মামলা
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-13 12:41:30   Share:   

গ্রুপ ডি (Group D Job) চাকরির জন্য টাকা দিয়ে কাজ না পাওয়ায় আত্মহত্যার ঘটনা মুর্শিদাবাদের লালগোলার এক চাকরিপ্রার্থীর (Lalgola Incident)। মৃতের সুইসাইড নোটে জনৈক এক পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এদিকে, এই আত্মহত্যার (Suicide case) ঘটনার তদন্ত করে পুলিস মৃতের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে। এই পুলিসি তদন্তের বিরোধিতায় সিবিআই তদন্ত চেয়ে মামলা। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার মামলা দায়েরের অনুমতি। বুধবার এই মামলার পরবর্তী শুনানি।

জানা গিয়েছে, গ্রুপ ডি চাকরিপ্রার্থী আবদুল রহমানের আত্মহত্যার ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তায় অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে আবেদন আদালতে। মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বরে আত্মহত্যা করেন আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। আবেদনকারী আইনজীবীর অভিযোগ, 'আত্মহত্যার পর একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ওই সুইসাইড নোটে পার্থ চট্টোপাধ্যায়-সহ কারা কারা এই নিয়োগের ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন, সেই তালিকার উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল চাকরির পেতে গেলে নির্দিষ্ট অর্থ দিতে হবে।'

তবে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। কিন্তু আবদুল রহমানের মৃত্যুর তদন্তে চার্জশিট পেশ করেছে লালগোলা থানার পুলিস। ওই চার্জশিটে আবদুল রহমানকেই অভিযুক্ত করেছে পুলিস।


Follow us on :